তবু শিকারি সন্ধানে
তোমার নাভিমূল জুড়ে খেলা করে চুনোমাছ
নদী তীরে নেই আজ মৎসশিকারী কোনো
আশায় আশায় বসে আছো তুমি
অপেক্ষার সময় পেরিয়ে যায় রাতভর।
একদিন মধ্যদুপুরে শিকারী
তছনছ করেছিলো তোমার নাভি, নদীর শরীর,
ছড়িয়ে ছিটকে পড়েছিলো মাছ
সফরী-আঁশ দ্যুতিময় রোদের ঝালরে,
তোমার যত্নে লালিত ঘর সংসার
বন্যা বিধ্বস্ত বালুচরের মতো ভেঙেছে...
তুমি কি সহিষ্ণু এক উদাসী মৎসকন্যা
বসে বসে ঝরে যাচ্ছো একলা নদীর কুলে !
শিকারির বিষ তিরে বিক্ষত সেদিনের তুমি
আজও কি সেই নির্দয় শিকারির সন্ধানে?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন