উড়াননামা
১.
একবারও উড়িনি মানে কি আর উড়ব না?
গুল-এ-গুলজার। সাবানের গ্যালাক্সি পরে নিয়ে রঙিন জামার মৌসম খুশি ওড়ায়।
ভবে এসেছি ভোলা।
ভাবো ভাবও এসেছে
গল্পচাষের মোড়ঘোরা আপেলদানি এই তো টার্ন নিল চুর ভাং পাথরে...
মাথার ভেতর জিরাফ ঘুরলেও
পাগলার যে তখন আর নোটেশান লাগে না
২.
চোখ চোখ দেখে
ঠোঁট উঁহু বলতে নেই
কেবল অনেকখানি নীল মেখে থাকে ছায়ার অনিলে
৩.
ঘুম থেকে ডাকবার ডাকনামগুলো আজ আর বাড়ি নেই।
ইফ য়ু মিস দিস ট্রেন আয়্যাম অন
ঘরের ছাদ জোড়া ফসলে তখন সাঁইয়া বলে না আর
আঙুলের আঙুল ছাড়িয়ে হেঁটে যায়
দেয়ালের বুক অব্দি আঙুরলতা। মিয়াঁর মল্লারে গয়না ঝরায় খারাপ হওয়া মন।
না গো
লিখছি না আর।
আসা যাওয়ার মাঝখানে দরজার নিঃস্ব
আজ আমার একার হয়ে গেল
৪.
পাখি খোঁজবার আনচানে খোসা ছাড়াচ্ছে আলো
আর কিছু না থাকার পুরোনোরা
ক্রমাগত কেমন ধুয়ে যাচ্ছে
টুকরো লাইফবয়ের অনাদরে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন