রবিবার, ১ আগস্ট, ২০২১

দীপঙ্কর সরকার-এর কবিতা


ঘুমচাঁদ    

ঘুমের ভেতর দেখি জেগে আছে চাঁদ

ঘাসেদের লিপি যেন মেখেছে সোহাগ।

মাছেরা দিয়েছে উড়ান , গোপন চিঠির

বার্তা পেয়ে নদী-জল এখন সতর্ক সজাগ।

ঢেউয়ে ঢেউয়ে বেলা যায় পুরোনো শত্রুতা

ভুলে বাতাস দিগন্তে মেলেছে পাকসাট  --

ঘুমের ভেতর দেখি বাহারি চাঁদের ঠাটবাট।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন