রবিবার, ১ আগস্ট, ২০২১

মৃণালেন্দু দাশ-এর কবিতা


ধূর্ত পদযাত্রা 

দুর্লভ হয়ে উঠছিল একদা মেঘ
আর আকাশ ফ্যাকাসে লাগছিল খুব
নক্ষত্ররা ডুব দিয়েছিল অনন্ত ঘুমের মধ্যে
খারাপ স্বপ্নেরা তাড়া করে ফিরছিল রাতভোর

অবশেষে  সূর্যের কাছে মেঘের  আত্ম সমর্পণ
দিনের  কলস উজাড় করে চলে সহাস্য তৃষ্ণা নিবারণ
তোমার আদরে চমকায় সোনা বিবিধ ভূষণ
তা বলে সরল হয়নি মনুর কঠিন হৃদয়

এখনো গরল আছে আগের মতন
হারানিধি পথ ধরে চলে সামর্থ্যজনের ধূর্ত পদযাত্রা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন