তাপস কুমার চট্টরাজ-এর কবিতা
জীবনহ্যাঙ্গারে ঝুলছে জীবন,
মৃদুমন্দ হাওয়ায়
দোল খায় এদিক-ওদিক
হাওয়ার গতিবেগে ভাঙে,
ভেঙে ভেঙে যায়
আন্দোলিত পরিপাটি
ত্রস্ত পদক্ষেপে শশব্যস্ত দু'টি হাত
মোচড়ানো ভাঁজ মসৃণ করতে
ব্যাকুল নির্বিষ চাহনিতে
নিরীক্ষণ করি
সাবলীল পেরেক।
আগামীর সম্ভাবনায় থামিয়ে রাখে
বিহ্বল শ্বাস-প্রশ্বাস।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন