রবিবার, ১ আগস্ট, ২০২১

সমরেন্দ্র বিশ্বাস-এর কবিতা


সম্ভ্রান্ত, তোমাকে স্যালুট

তোমার সামনে অসহায় মাথা ঝুঁকিয়ে আছে

তোমাকে অসহায় প্রণিপাত করছে -

বিষয়টা বহুৎ পুরোণো

কিছুটা শ্বাসরোধী ধোঁয়া

কিছুটা জট পাকানো অহঙ্কারের মতো

                                

অসহায় লোকগুলো মাথা ঝুঁকিয়ে আছে

ইতিহাসের পৃষ্ঠাগুলো একটু আধটু নড়া চড়া করছে।

 

তোমাকে লোকগুলো প্রণিপাত করছে

ওদের সামনেই সেই স্যালুট স্যালুট রাস্তাটা ধরে

জুতোর খুরে ধূলো উড়াতে উড়াতে

তুমি নিশ্চিতই হেঁটে যাচ্ছো শিরোপাবিহীন পতনের দিকে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন