নীলবর্ণ এলিয়েন
মায়ারাত্রি ভেঙে ভেঙে চাঁদের ঝালর
চরাচরে ঝরে পড়ে, মুগ্ধডানা পাখি
চোখ হাত দিয়ে ঢাকে উল্লাস আলোর
বৃক্ষরা দাঁড়িয়ে ছিল, বন্ধ করে আঁখি।
যত এলিয়েন সব রহস্য অদ্ভুত
ভিনগ্রহ নেমে এলো পৃথিবীর পর
নীলবর্ণ গায়ে মেখে তারাও প্রস্তুত
অন্ধকারে জ্যোৎস্না ঝরে চাঁদ তৎপর।
দিগন্তে নিশ্চুপ কিছু স্থির অভিমান
আলেয়া দেখায় এক অলৌকিক খেলা
জোনাকিরা আলো ঢালে অল্প পরিমাণ
নিদ্রিত মানুষ ছোঁয় স্বপ্নে গাঢ় বেলা।
এই তো রহস্য গাঢ়, এই তো নির্মাণ
জীবন চলেছে শুধু ক্লান্ত অনির্বাণ।
আন্তরিক ধন্যবাদ আর অভিনন্দন জানাই। খুব সুন্দর সংখ্যা হয়েছে।
উত্তরমুছুন