জীবন মড়ক
সার্থপর এই পৃথিবীর বুকে
আর কতদিন এইভাবে থাকবো
ধুলিকাণায় মুখ গুজে লুকিয়ে?
সবাই মিলে ডুবিয়ে দিচ্ছে
এই নৌ আমার বেহালে।
জীবনে আমার যেন মড়ক লেগেছে,
অতৃপ্তই রয়ে যাবো বুঝি শেষবেলা!
সেই দুই হাজার আট-নয়,
জীবনের গতিটা এতো
মন্থর করে দিল কোন অছুত আলেয়া।
ভাবা যায়!
পরের তিনটে সুযোগ,
তাতেও ভরা ডুবি কীসের নিকেজোতায়?
আজও আমায় তা কুরে কুরে খায়
ইচ্ছে ডানায় ভরাকরা প্রতিবেশ তাড়ায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন