রবিবার, ১ আগস্ট, ২০২১

আবদুস সালাম-এর কবিতা


 প্রিয় কবি নাসের হোসেন


আমরা চিনি পোস্ট মর্টেম কবিতা
তাই আমরা চিনি  নাসের হোসেন
না দেখা পৃথিবীর সাথে দেখা পৃথিবীর মেলবন্ধনে বদ্ধপরিকর

মহাসমুদ্রে  ডুবে আছে মুক্তা মানিক
ভালো বাসার রং বদলাতে বদলাতে জীবনের গানে শঙ্খ বাজে
কবিতার আঙিনায় তোমার যতো উৎসব  কথা


অন্দরমহলে নিস্তরঙ্গ জলের আবহমান প্রেমিক

সব মহিমা উপলব্ধির আত্মোপলব্ধি পর্যন্ত খুঁজে পায় তোমার স্পস্ট উচ্চারণ

একটা ভোরের অপেক্ষায় কেটেছে তোমার বিনিদ্র চোখ
উদাস চাহনিতে বসে আছে প্রেমিক হৃদয়

একটা ফুলেল স্বপ্নের বাগানে তুমি নেই
চলে গেছ জান্নাতের বাগানে কবিতার ডালি নিয়ে 

আর জান্নাতের জলসায় তোমার কবিতা পাঠ করছে ফেরেস্তারা
তোমার সেই দুটি চোখ আছে কোথায় কে বলে দেবে

হয়তো প্রেমিক দৃষ্টি নিয়ে তাদের দেখছো

ইহ জগতের ওপারে তোমার বাস
অমোঘ বাস্তব  ,একে ছিঁড়ে ফেলা তো যাবেনা
মিথ্যে কূটকাচালীতে মগ্ন ভালোবাসা সব মিথ্যে হয়ে যায়

অম্লান ভালোবাসা রেখে গেলে সমুদ্র তীরে
লবনের ঘ্রাণে   উজ্জীবিত  হবে প্রতিটি উচ্চারণ
অমোঘ ভালোবাসা তোমার সৃষ্টি কথায় উজ্জ্বল
ঢেউয়ের প্লাবণে সৃষ্টি সকল বুদ বুদ হয়ে ভেসে বেড়াবে  

আর তাদের সাথে আমরা  কোলাকুলি করে নিবো

####১৫/১২/২০২০

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন