ধুলো
টেবিলে বিস্তর কাগজপত্তর, সঙ্গে কলমও
চেয়ারে বসলেও, টেবিলে হাত যায় না
বিস্তর ধুলো জমেছে, ওই যে জানালা
হু হু আসছে ধুলো, আশপাশের ধুলো
এখন বাতাসেও কি আবার ভাসছে
ভাসুক, আমি তো আটকাতে পারি না
আমি কিছুই পারি না, প্রবল বৃষ্টিপাত
ঝঞ্ঝা, প্রখর রৌদ্র, শীতের প্রকোপ
প্রলয়, তা তো নয়ই, সৃষ্টি, তাও তো নয়
আমার এই বসে থাকা স্থিতি নয়, অস্থিতি
চেয়ারে বসে দূরে উদ্ভ্রান্ত মানুষ দেখি
দৌড়য়, কেন, তার কাছে সেটাও অজানা

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন