লো অ্যাঙ্গেল থেকে
এই কবিতা
ব্যবচ্ছেদ করতে করতে
স্মৃতি একটা
দেওয়াল ভেবে
শরীর
কার আয়নার ভেতর জানলা
ধোঁয়াগাছ
একটা গুণ করার স্বপ্ন হয়ে
ফলিত ছন্দের খাঁজে
পড়ে পাওয়া বাংলা কবিতায়
লীলা
কেমন একটা স্থির শব্দ
জ্বোরো আঙুল বরাবর...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন