রবিবার, ১ আগস্ট, ২০২১

মাহফুজ আল-হোসেন -এর কবিতা

কৈবল্যদায়িনী ভালোবাসা

 

অবশেষে প্রায় সকলেই ঘোর সংসারী হয়ে যায়

কাচ্চাবাচ্চার টোল পড়া গালে পুনঃসংজ্ঞায়িত হয়

ভালোলাগার অধিবিদ্যক নিমজ্জন;

 

 প্রশ্রয়হীন প্রত্নপ্রেম গুমরে গুমরে কাঁদে ঝা ঝা রোদ্দুরে

টিএসসির  বাদামবিবর্জিত চৌচির সড়কদ্বীপে

কিংবা মাকড়সা প্রকৌশলীর দখলাধীন ক্রিকেট মাঠের পরিত্যক্ত প্রেস বক্সে;

অথবা বখে যাওয়া বিকেলে শ্যামলীর সন্নিকটে বোঘোরে ঘোরানো বেপথু বাইকের মাটিকামড়ানো হার্ডব্রেকে;

 

পঞ্চতন্ত্রের পাঁচন গোপালের ভাঁড়ামি কিংবা হোজ্জার বুজরুকির  আখ্যানিক রূপান্তর লোকলোকান্তরে

পুনর্লিখিত হয় মহোদ্যমে;

 

অথচ , কোনো কোনো  কৈবল্যদায়িনী ভালোবাসার রূপন্তরহীনতা অবাখ্যাত থেকে যায় লাচার লৌকিক রাশিতত্ত্বে...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন