রবিবার, ১ আগস্ট, ২০২১

গৌরাঙ্গ মোহান্ত-এর কবিতা


উত্তরাপরিধি

মানুষের মূঢ়তার জন্য গতিরুদ্ধ পরিবেশে ফুল ফোটে না জেনেও তোমাকে নিশ্চলতার ভেতর ডাকি, তোমার তরঙ্গরাগ কলাপাতার কোমলতাকে নৃত্যের মহড়ায় দৃঢ়তর করে তোলে, সজনেফুলের কামনাকে দ্বীপসিঁড়ির উজ্জ্বলতা দেখায়, উত্তরাপরিধিকে চিনিয়ে দেয় অতীত আত্রাইরেখা। তোমার গতিকল্পনায় বর্ষার উপাখ্যান রচিত হয় বলে পৃথিবী আর পাতার বর্ণে কোনো প্রভেদ থাকে না।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন