রবিবার, ১ আগস্ট, ২০২১

আবদুর রাজ্জাক-এর কবিতা


পাতাগুলো, কথাগুলো

আমরা কোন গাছের কোন পাতা যে আমাদের 

খুব প্রয়োজন আছে মানুষের!

প্ররোচনা ছাড়া আমার হৃদয়কে কেমন করে নিয়ে

গেলে তুমিবনশাই শহরের এক জীর্ণকুটিরে।

 

কখনও বড়কিছু ছিলাম বলে মনে হয় নাতবুও 

ছোট হয়ে গেলাম।খুব ছোট

চোখেও পড়বে না এরকম ছোট।

সব হারিয়ে কাঁদে তুরাগের জলঅবারিত বাতাস

পিশাচের মতো বালিভরা নৌকোর পালে কিংবা

ইঞ্জিনের শব্দে পাগল হয়ে যায়।

 

কতটুকু কষ্ট কতটুকু বেদনাসকাল থেকে বসে আছি

বাটখারা হাতে।সারারাত যেমন ছিলাম সকালেও তাই

তুমি শুধু বললে,  চা নেই,  চাল নেই

কিছুতেই বৃষ্টি ছাড়ছে নাদেখি মেয়েটা ঘুমালো কিনা।

 

সব যে-একরকম হবে এমন তো নয়আবার একরকম 

হলেই বা কতটুকু পার্থক্য থাকে মানুষের ভেতর?

ভারী হয়ে আসা রাত্রিও বলেছিলোআমাদের-যাপিত 

জীবনের আর কতটুকু রয়েছে

কতটুকু পূর্ণ হলে চলে যাব আরশ আল-আজিমে।

1 টি মন্তব্য: