পাতাগুলো, কথাগুলো
আমরা কোন গাছের কোন পাতা যে আমাদের
খুব প্রয়োজন আছে মানুষের!
প্ররোচনা ছাড়া আমার হৃদয়কে কেমন করে নিয়ে
গেলে তুমি, বনশাই শহরের এক জীর্ণকুটিরে।
কখনও বড়কিছু ছিলাম বলে মনে হয় না, তবুও
ছোট হয়ে গেলাম।খুব ছোট,
চোখেও পড়বে না এরকম ছোট।
সব হারিয়ে কাঁদে তুরাগের জল, অবারিত বাতাস
পিশাচের মতো বালিভরা নৌকোর পালে কিংবা
ইঞ্জিনের শব্দে পাগল হয়ে যায়।
কতটুকু কষ্ট কতটুকু বেদনা! সকাল থেকে বসে আছি
বাটখারা হাতে।সারারাত যেমন ছিলাম সকালেও তাই,
তুমি শুধু বললে, চা নেই, চাল নেই,
কিছুতেই বৃষ্টি ছাড়ছে না, দেখি মেয়েটা ঘুমালো কিনা।
সব যে-একরকম হবে এমন তো নয়, আবার একরকম
হলেই বা কতটুকু পার্থক্য থাকে মানুষের ভেতর?
ভারী হয়ে আসা রাত্রিও বলেছিলো, আমাদের-যাপিত
জীবনের আর কতটুকু রয়েছে?
কতটুকু পূর্ণ হলে চলে যাব আরশ আল-আজিমে।
কৃতজ্ঞতা কবি রোশনি ইসলাম, কবি সোনালি বেগম।
উত্তরমুছুন