স্মৃতির বাক্স
স্মৃতির বাক্স খুলে
হাতরিয়ে কিছু মূল্যবান মুহূর্ত পেলাম
মুহূর্ত যেটা কেটে ছিল তোমার জন্য
তোমার অপেক্ষায়, তোমার প্রতিক্ষায়
সেই সময়ের মাঝে পেলাম
তোমার কথোপকথন
উড়ে বেড়াচ্ছে প্রজাপতির মতো
তোমার মসৃণ হাসি
মেঘ হয়ে ভাসছে মনের আকাশে
আর তোমার চোখের তারা
হৃদয়ের খোলা আসমানে করছে খেলা।
স্মৃতির বাক্স খুলে
পেলাম সময়ের ধুলোয়ে ঢেকে থাকা কিছু জলছবি
ঝেড়ে মুছে ঝুলিয়ে রেখেছি মনের দেয়ালে
তোমার লাজুক দৃষ্টির ছবি
তোমার দুষ্ট চাহনির ছবি
না বলা কথা বলার জন্য উদবিগ্ন ঠোঁটের ছবি
আবেগে রঙ্গীন মুখমন্ডলের ছবি
নীরব ভালোবাসার নিঃসঙ্গ ছবি।
স্মৃতির বাক্স খুলে পেলাম
নির্মল প্রতিশ্রুতি
ভঙ্গ করার কথা
দেখলাম ক্ষত বিক্ষত হৃদয়ের ব্যথা
দেখলাম আমার স্তম্ভিত আত্মা
যে এখনো বিশ্বাস করে তোমার কথা।
আছে সেখানে অসীম আনন্দ
আছে সীমাহীন দুঃখ
বেশিক্ষণ বাক্স যাবে না রাখা উন্মুক্ত
পালিয়ে যেতে পারে এই স্মৃতিগুলো
তখন আমি কি নিয়ে বাঁচবো?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন