কালো রাত্রির নেশা
স্পাইনাল কর্ডে সপ্রতিভ ঢেউ তুলে যাবো--
মায়ার আলেখ্যে বাঁধা সেই চির নিখিল শৈশব
ছুঁয়ে ছুঁয়ে হেঁটে যাবো সর্পিল পথের বাঁকে।
নৈ:শব্দ্যে জমে আছে হাড় ও ঘাসের বন্ধন
ওই জটলার দিকে ঘুমিয়ে আছে পারমিতা পাল
চাঁদরাতের বিষহরির পালায়
উন্মাদ চিতার তাপে যেন কোনো অতলের মুখ!
চাঁদ আজ এলোমেলো স্মৃতিসুখ টোটেমের তীরে
বাঁশপাতায় পড়ে আছে হরিনাম
জগতের মধুর পরিণাম পড়তে পড়তে দেখো
দিঘির জল থেকে হাওয়া হলো ছায়া
আমার নিজস্ব ভোর জলের কৌশলে
বুনে যাচ্ছে অপেক্ষার বীজ
তখন, দূরে, জলের তান্ডবে কালো রাত্রির নেশা-
তুলনাহীন অসম্ভব সুন্দর। অনবদ্য অপরূপ।
উত্তরমুছুন