পাখি
এদের কোন রাজ্য নেই নেই কোন দেশ
এদের উড়ানে নেই কোন সীমানা
কারণে অকারণে এরা ছড়ায় না বিদ্বেষ
এদের নেই কোন নির্দিষ্ট ঠিকানা।
আকাশ এদের রাজ্যপাট আকাশ সীমাহীন
উদার আকাশে মেলে দিয়ে ডানা
বিচরণ ক'রে অবলোকন করে যায় অন্তহীন
এরপর খুঁজে নেয় আপন বিছানা।
মানুষও যেদিন হবে এরকম আকাশপাখি
ঘৃণা হিংসা থেকে শত হস্ত দূরে
এখনো আমরা যদি এদের সঙ্গে সঙ্গে থাকি
জীবনসংগীত হবে ছন্দোবদ্ধ সুরে।
জীবনে কখনো এমন সুযোগ যদি মেলে
পৃথিবীটাও সুন্দর হবে পাখিজন্ম পেলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন