আরোগ্য কামনা
পৃথিবীর আরোগ্য কামনা
এখন আমাদের।
অনেক নরদেহ দিয়েছি বলি
ভাসিয়েছি পূণ্য সলিলা গঙ্গায়।
তবু দেখি তৃপ্ত নয় তোমার হৃদয়
ওগো রুদ্র পতি
আর কত মৃত্যু চাও!
বিশ্ব বিধাতা তোমার কাছে আমাদের
সবিনয় নিবেদন
দয়াল হস্ত কর প্রসারণ
বাঁচাতে সকল সন্তানে।
দিগ্বলয়ে মানুষের ত্রাহি ত্রাহি
রব সে কি অশ্রুত তোমার কাছে?
কী কারণে এই অদেব আচরণ
তোমার হে ভগবন?
সমবেত প্রার্থনা, ভালো লাগলো, শুভেচ্ছা জানাই
উত্তরমুছুন