শব্দ
শব্দের প্রতি অপরিমেয় ঋণ, তবু জানি
শব্দ সর্বার্থ নয়... গৃহস্থের বেড়ায় আটকে যায়
যেকথা মন্দ্র স্বরের সি শার্পে বেজে উঠে বিপত্তি বাড়ায়
তবুও শব্দকেই ব্রহ্ম বলে মানি...
আমাদের ঘরের কথা খোলা মাঠে বলতে হয়
সে শব্দের সঙ্গে ধুলো মেশে, পরমাণুকণাও
তাই, কাচের ঠাকুর ঘরে বিস্ফোরণ হতে পারে ভেবে
সেই শব্দবিন্দুগুলি তুমি পুকুরে ভাসাও
ঢেউ ওঠে ক্বচিৎ কখনও
প্রায়ই নিঃসাড়ে অতলে তলায়
আনন্দ পেলাম। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। চরৈবেতি।
উত্তরমুছুন