কেবলই দৃশ্যের জন্ম
কোনো কিছুই আর আয়ত্তে থাকে না পুরনো খড়ের চালে লতিয়ে ওঠা লাউডগার আকর্ষ আঙুলে জড়িয়ে ধরতেপায় না এমনকী শরতৃণও।নিটিরপিটির কাঠবেড়ালিটা কেবলই পালিয়ে যায়।ভোরের শিশির আঙুলে ছুঁতে গেলেই উদ্বায়ী।লজ্জাবতী পাতা তার কচি কচি ফলা মুড়ে ফেলে দেয় যবনিকা নিদাঘের দগ্ধ নদী ডুব দেবার জল না দিতে পারার গ্লানিবুকে নিয়ে ডুবে যায় আকণ্ঠ বালুতে।কত কিছুই যে আয়ত্তে থাকে না তার কোনো ইয়ত্তা নেই।তবু সূর্যাস্তের রঙে রাঙানো শশামাচায় ধামাচাপা থাকে না একটি নওলকিশোর শশার সবুজ উৎসার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন