রবিবার, ১ আগস্ট, ২০২১

তমোজিৎ সাহা-র কবিতা


 নদী

নদীর স্নানের দৃশ্যে ভিজেছি যতবার
হারিয়েছি পথ।

পথ,
না জন্ম-মৃত্যুর মধ্যকার জলরেখা ?

এই প্রশ্নে তোলপাড় আমি
আজও নদীর কাছে যাই

নদীই এখন আমার

ইহকাল পরকাল।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন