আমি আর কোত্থাও যাবো না
যে যায় তাকে যেতে দাও।
আমি আর কোত্থাও যাবো না।
চাতলার বর্ডার যখন ক্রস করে
ছেঁড়া মানচিত্র বগলে নিয়ে
ঠাকুরদা এই কাঁঠালত্রিপুরায় এলেন
আমি আর কোত্থাও যাবো না।
এই আমি ভূমিকায় অবতীর্ণ
ত্রিপুরা আমার মা
ত্রিপুরা আমার বাবা
ত্রিপুরা আমার দেওমনুশঙ্খশহর।
১৪:০৬:২০২০
রাত:০৯:১৭মি
কুমারঘাট
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন