রঙ বিস্তার
ধীরে ধীরে প্রকৃতির পটভূমি জেগে ওঠে
ফুলে ফুলে রঙ বিস্তার ক্রমে গাঢ় হতে থাকে
নির্জন পথের অজানা রিং টোন ছুঁয়ে যায়
মুহূর্তে মনের মানুষের মুখ ভেসে ওঠে মনপর্দায়।
দেহাতি মেয়েটির ছিপছিপে শরীলে ভরা বর্ষা
ধূসর মেঘের রঙ ছড়ানো ছিটানো মন গগনে
আদুল শিশুর মাটি মাখা ছোট্ট গা থেকে গাছ
জন্ম নেয়, সবুজ মোহময় মায়াবী রূপ চোখে
জাগিয়ে তোলে স্নিগ্ধতায় জড়িয়ে ধরা অনুভূতি!
রঙ বিস্তার লাভ করে প্রকৃতি মানুষ আর মনে
ঘন হয়ে নানা বর্ণ ছুঁয়ে থাকে হিয়ামনিকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন