শেষ বিকেলের স্নানঘর
শেষ বিকেলের স্নানঘরে দেখা
যেটুকু শুনেছি, জলের ভেতর থেকে
অস্পষ্ট কথা
যা শুধু বলা যায় এভাবে মুখোমুখি হলে
বৃষ্টি এলে মনে হয়
পৃথিবী এক বিষণ্ণ শাওয়ার
ভেতরে একা একা কথা বলে কেউ
কিছু কথা হাওয়ার ভেতর শুনি
কিছু কথা পুরনো রিসিভারে
কিছু কথা জরুরী ভীষণ
যা শুধু বলা যায়
এভাবে জলের আড়ালে
তেমন কিছু বলার ছিল না বলে
রুদ্রপুর সীমানা পার হয়ে
স্নানঘর চলে যাচ্ছে একা
শেষের বিকেলটুকু ফেলে
ঠিকানা, লুকোনো মোবাইলে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন