রবিবার, ১ আগস্ট, ২০২১

তুষ্টি ভট্টাচার্য-র কবিতা

গোপন ফুল 

গোপনে গোপনে যত কবিতা লেখা হয়

যত ইচ্ছেকুসুম ফোটে,

গোপনেই স্ফুরিত ঝরে পড়া-

এই কি সেই, যার কাছে যেতে চেয়েছি?

যেতে চেয়েও মাঝপথে একা একা 

পথ হারিয়ে ভুলভুলাইয়ায় ঘুরেছি?

নাহয় অনেকটা দেরি হল

নাহয় অনর্থক কিছু অপচয়...

গোপনের ফুলটি ফুটেছে তবুও!

৩টি মন্তব্য: