গোপনে গোপনে যত কবিতা লেখা হয়
যত ইচ্ছেকুসুম ফোটে,
গোপনেই স্ফুরিত ও ঝরে পড়া-
এই কি সেই, যার কাছে যেতে চেয়েছি?
যেতে চেয়েও মাঝপথে একা একা
পথ হারিয়ে ভুলভুলাইয়ায় ঘুরেছি?
নাহয় অনেকটা দেরি হল
নাহয় অনর্থক কিছু অপচয়...
গোপনের ফুলটি ফুটেছে তবুও!
খুব ভালো কবিতা।
ভাল লাগল দিদি। সায়ন্তনী
খুব ভালো কবিতা।
উত্তরমুছুনভাল লাগল দিদি।
উত্তরমুছুনসায়ন্তনী
ভাল লাগল দিদি।
উত্তরমুছুনসায়ন্তনী