সাদা প্রজাপতি ও লাইব্রেরি
জানলা
খুলতেই
যখন
সাদা
প্রজাপতিটাকে
দেখলাম
লাইব্রেরি,
পরিষ্কার
বুঝতে
পারলাম
আমার
হাতে
খুব
বেশি
সময়
নেই,
সময়
নেই,
অথচ
অনেক
অনেক
পড়া
বাকি,
তোমার
তাকে
তাকে
কত
দুনিয়া
কাঁপানো
দশ
দিন,
কত
আনা
ফ্রাংক
আর
চে
গুয়েভারা,
কত
আরব
গেরিলা
আর
শবরীমালা,
নিভৃত
কোণে
বসে
চা
পান
করছেন
ভার্জিনিয়া
উলফ
আর
আশাপূর্ণা
দেবী,
ওই
যে
চৈতন্য
চরিতামৃত
পুঁথিটি
বুকে
করে
রাতের
অন্ধকারে
হেঁটে
যাচ্ছেন
এক
অভিযাত্রী,
আর
পদাবলীর
আখর
ঢুকে
আসছে
জানলা
দিয়ে
মাধবীলতা
ফুলের
মতো-
এই
সব
সব
পড়ে
ফেলতে
হবে
আমাকে।
ওই
সাদা
প্রজাপতিটা
বলে
গেল
সময়
খুব
বেশি
নেই
অপূর্ব দর্শন।
উত্তরমুছুন