রবিবার, ১ আগস্ট, ২০২১

সুধাংশুরঞ্জন সাহা-র কবিতা


মুখ

(এক)

সকাল থেকে বৃষ্টি পড়ছে অকাতরে,

জ্বরের চেয়েও দ্রুততায়।

যাকে ছুঁতে চাই

তার থেকে দূরে থাকি এসময়।

মাঝে মাঝে দমকা হাওয়া বইছে

অসুখের মতো।

 

এতো শব্দ, তবু শব্দ খুঁজে পাই না বলার !

চোখের ভিতর কয়েকশো নদী

খুঁজে মরছে শুধু একটা মুখ !

 

(দুই)

আমার এখন দিন কেটে যায় গাছের কাছেই।

গাছ আমাকে নতুন নতুন পৃথিবীর হদিশ দেয়।

গাছের গায়ে হাজার কুঠারের আঘাত !

বাকলে, পাতায় মাটি, জল সময়ের গল্প...

গাছেদের ঘিরে পাখিদের ওড়াউড়ি, আড্ডা 

নতুন নতুন স্বপ্ন উস্কে দেয়,

মুখোশ ছাপিয়ে প্রার্থিত মুখ খোঁজার।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন