রবিবার, ১ আগস্ট, ২০২১

সোনালি বেগম-এর কবিতা


 সংবেদনবুদ্ধি

পারফিউমের বোতল খুলে পড়ে।

চারদিকে তীব্র সুগন্ধ ইতিহাস হয়ে যায়।

ছবিতে লিপিতে ভাস্কর্যে গভীর থেকে

গভীরতর ক্ষত। কালপ্রবাহে নিজস্ব

মনোভূমির আড়ালে জেগে ওঠে

সংবেদন  বুদ্ধি। সক্রিয় বিকল্পিত

প্রলেপ-আচ্ছন্ন নক্ষত্রের ধুলোয়

                         জন্ম নিতে থাকি।

1 টি মন্তব্য: