১
দেশ-দেশান্তর ঘুরে
ঝিলমিল স্মৃতি।
আদিগন্ত ঝলমল মঞ্চ
আর গভীর জলাশয়।
উৎসবমুখর চত্বর
উড়ে আসছে নীলকণ্ঠ পাখি।
২
আলোক-বৃষ্টি
উল্লসিত বাতাস
জেগে উঠছে
সভাকক্ষ।
ভোরের রোদ
ইতিহাস আহ্বান।
লাল গোলাপ
ঝাউবন
ছায়া ছায়া খেলা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন