ট্রাফিক
যাত্রি ছাউনির নিচে আটকা পড়েছি, তারপরও তীব্র বৃষ্টিজলে
গাড়িগুলো
হেডলাইট জ্বালিয়ে রাজহাঁসের মতো চলে যাচ্ছে
আর সেই ছাতায়ালি ট্রাফিক পুলিশ ছাতা ধরেও
যে প্রায় সম্পূর্ণ ভিজে যাচ্ছে
পাশে দাঁড়িয়ে তার হয়ে ছাতা ধরবার ইচ্ছে হলেও
ট্রাফিক ইশারা
এক পথকে অন্য পথে ঘুরিয়ে দিচ্ছে
সুন্দরি ট্রাফিক তীব্রবৃষ্টি ও হাওয়াকে
কিছুতেই অন্যদিকে চালিয়ে দিতে পারছে না
খুব ভাল লাগা কবিতা
উত্তরমুছুন