রবিবার, ১ আগস্ট, ২০২১

সুবীর সরকার-এর কবিতা


অপেরা

দৃষ্টিতে বিস্ময় জাগিয়ে বসে থাকি।

খটখটে নদী,হ্যাঙার দিয়ে ঘেরা

মধ্য চরে বালির লিরিক

সেই কবে সাহেবের ডুবে যাওয়া ঘোড়াটি

স্মৃতি ভেঙে ভেঙে ফিরে আসতে থাকে।

জামা খুলে ফেলবো এবার

এবং এটা খুবই ব্যক্তিগত

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন