সোমবার, ১ মার্চ, ২০২১

আনোয়ার রশীদ সাগর-এর কবিতা



 শব্দ

নদী যখন বলে,আমি ভালো নেই

তখন হুড়মুড় করে পাড় ভাঙে

বুজে যায় স্রোতধারা।

জোনাকি স্বপ্ন নিয়ে ওড়ে আঁধারে,

নিংড়ানো সুখ ;

বিস্মিত হই, নদীর পথের ঠিকানা দেখে-

স্বপ্ন আর মেঘের কান্না হয়ে যায় একাকার।

শূন্যক্ষেতেরও হাসি দেখি চৈত্র দুপুরে,

ঘুণপোকা খেয়ে যায় স্নিগ্ধ অথৈ জল।

নিঃসঙ্গতাও যদি হয় সুখ

দুঃসংবাদে যদি ভাঙে পাড়

তবে ব্লাকহোলও হতে পারে স্রোতধারা।

নদী,আমার নদী!

নারী তুমি, সেটা ভাবতে গিয়ে আমিও 

ডানা মেলি, আঁধারে সুর তুলি -কলকল সুরে;

পথে যেও না নদী, ফিরে আসো বলি-

লজ্জার মাথা খেয়ে আযান-রাতে উঠে

যখন তোমাকেই খুঁজি তখন শুধু শব্দ হয়

বিরহ গাঁথা শব্দ, পাড়ভাঙা শব্দ, গাছ পড়া শব্দ,

পদ্মার তীরে হারানো শব্দ।

শব্দই আমার দুঃস্বপ্ন,

শব্দই আমার তুমি, নদী অথবা নারী।

২টি মন্তব্য: