সোমবার, ১ মার্চ, ২০২১

গৌতম রায়-এর কবিতা



প্রতীক্ষা

 

ভ্রমরের মৃত্যু দেখে

       ফুলের কাছে যেতে ভয় পাই

ফুল একটি পবিত্র সম্পর্ক হলেও

ওতে আছে অদৃশ্য কীটণাশক জাল

 

জমানো টক্সিন ত‍্যাগ করে 

অপেক্ষায় থাকি,

কখন আসবে ঘোর বর্ষাকাল?

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন