ভালোবাসা-৩
ট্রেনটা গড়িয়ে চলেছে এক আকাশ অন্ধকারের ভেতর
চাকার কাহারবার বোল অনায়াসে মিশে যাচ্ছে দাদরা চৌতাল
বা ঝাঁপতালের ছন্দ ভঙ্গিমায়। গ্রামের একএকটি সান্ধ্য আসর।
পাহারাচোখের সুতো ভূতের মতো প্রতিবিম্বহীন একটি আসরে
জাগে রাত ফুলফোটানো রাত।দস্যি মেয়েটি গায়,হে ক্ষণিকের
অতিথি..... গলায় কাওয়ালি ঝাঁঝ রিডে তীব্র আঙুল সে গাইছে.....
এসো শ্যামল সুন্দর.....
সেই ছাঁদনা পেরোনোর গান দুটো রবীন্দ্র দুটো নজরুল দেড়টা
ছোটো খেয়াল ব্যস যথেষ্ট! বলেছেন বি মিউজ ফিফথ ইয়ার গুরু
চায়ের পর চা শেষে লুচি আলুর দম রসের
আসর উফ্ কী আলো!
অতিথি লাজুক হাসে...ভাবে...স্বপ্নময় হয়....
আর চারটি অক্ষর জুড়ে বহুচর্চিত সেই
শব্দটি গড়ে ওঠে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন