প্রলুব্ধ ভেঙে পর্যটনে
ছুরি বিষয়ে যে কোনো লেখাই খুব ধারালো হয়ে ওঠে
কারণ শেষ পর্যন্ত খুন হয়েছিল মানুষটি
আর উল্টো দিকে বসে সত্যতা যাচাইয়ের পানমশলা ঢালছিল কেউ
এটা ঠিক নিছক দৃশ্য নয়
দৃশ্যের সাথে সেঁটে থাকা ভ্রমণ কাহিনির মন
যখন বোকা বানানোর প্রক্রিয়া প্রবল হয়
আমরা বালিশের কথা মনে রাখি না , কিংবা বিছানার কথা
কারণ আমরা মনে রাখতে চাই শুধু স্তোক বাক্যের সাদা
এটাও কি সেই সমাস ভেঙে পর্যটনে যাওয়ার মতো
ও মন-যামিনী , বড়ো বেশি প্রলুব্ধ তুমি
তাই দেশলাই কাঠিতে রোমান্টিক জ্বালাও
নিশ্চয় আলমারির গল্প তোমাকে শোনানো হয়নি
যেখানে গুছিয়ে নেওয়ার পর্যায়ে সাধারণ বাক্য ব্যবহার করা হয়েছিল
এবার কি একটা এপিটাফ লেখা হবে আর কিছু গোলাপ ফুল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন