সোমবার, ১ মার্চ, ২০২১

মুজিব ইরম-এর কবিতা


 কৃষিকাজ

আমিও হাল বাইতে পারি

মাছ ধরতে পারি

পানি সেঁচতে পারি

চারা ফলাতে পারি

ধান রুইতে পারি

কাটতে পারি

মাড়াই দিতে পারি

এসব কথা বিশ্বাস করো

 

বিশ্বাস করো

আমিও কৃষকের পোলা

শব্দ দিয়ে ভরে তুলি রূপসি ধানের গোলা।

1 টি মন্তব্য: