শুক্রবার, ১ অক্টোবর, ২০২১

মধুছন্দা মিত্র ঘোষ-এর কবিতা


ফির কুছ্ দিল কো বেকারারী হ‍্যায়...

কিছু কথা গোপন ছিল

কিছু কথা অপার মুগ্ধতা

এই অবস্থানই ছুঁয়ে গেল

পরকীয়া আলাপচারিতায়



জিন্দেগি যব ইস্ সকল সে গুজরি,

অস্ফুট অপেক্ষায় ভেসে ওঠে

সম্পর্কের ওম্

চমৎকার বাচালতায়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন