শুক্রবার, ১ অক্টোবর, ২০২১

দেবাশিস মুখোপাধ্যায়-এর কবিতা


মধুমালতী ডাকে আয়

 

দেয়াল আলো ক্রমশ টিকটিকি

আর একটা রাত এভাবেই সরীসৃপ শীর্ষক গল্প কিন্তু অমুদ্রিত মানে নিদ্রা কোজাগর কোজাগর ডাকে

 

খোলা ডানায় জানালা ওড়ে 

কোটি কোটি নক্ষত্রের বাসায় 

কালপুরুষকে খুলে দেয় শরীরের ভাষা

 

হিসেবের খাতা জলে চলে গেলে সংখ্যা হারানো প্রাপ্তি নিরুদ্দেশ

বিজ্ঞাপন লেখে আর সন্ধ্যা মুখার্জীর গান মধুমালতী ডাকে আয়

 

না এর ভিতরে প্রতিবিম্ব বোরখার হাসিতে ঝরনা বাজায় আর জায়গাগুলো শূন্য মুছে প্রিয় ইশারা সাড়া 

ফেলেছে আড়বাঁশিতে 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন