দয়াবতী, যাও, ফিরে যাও!
দয়াবতী, যাও, ফিরে যাও!
তোমার গায়ের আঁশগন্ধ মুছে যেতে আর কতদিন?
ততদিন ভেবেছি আমি জলকে যাবো না,
যাবোনা কোন হ্রদের ধারে, কিংবা নদীর কিনারে।
তুমি এলে শ্যাওলায় শ্যাওলায় জলজ গন্ধরা মগজে জড়ায় ঘুম,
জাগরণে চলে যাই আমি আশ্চর্য নিদ্রার দেশে
তারপর সারাক্ষণ নৌকা বাওয়া, সারাক্ষণ স্বপ্নাতুর জেগে থাকা
তোমার গায়ের আঁশগন্ধ- এ কি অনির্বাণ কষ্ট – সে কি তুমি জানো?
গন্ধ তুমি মুছে যাও, গন্ধ তুমি চলে যাও রূপকথার দেশে – সেই ভালো
নয়তো ভোঁতা করে দাও অপরাহ্ণের তীব্র নাক, অঘ্রাণের এই আত্মমৈথুন।
তোমার গায়ের গন্ধ মুছে যেতে কত দিন, কত মাস, আরও কতটা বছর?
দয়াবতী, যাও, তুমি ফিরে যাও!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন