শুক্রবার, ১ অক্টোবর, ২০২১

শৈলেন সাহা-র কবিতা


 ভালোবাসা

ভালোবাসা মানে একটা ইয়ে, মানে একটা বেলুন

একটা লোলাকাঠি একটা ঝুমঝুমি

ভালোবাসা মানে একটা বার্বি ডল

তার বিছানা বালিশ চুলের ফিতে পায়ের জুতো

ভালোবাসা মানে ফুটবল হকি স্টিক

লুডো কিংবা দাবার ছকে গোনা গুনতি চাল 

ভালোবাসা মানে জন্মদিনের উপহার

দুহাত তোলা আশীর্বাদ আর ভালো থাকার শুভাকাঙ্খা

 

ভালোবাসা মানে পাহাড়ী ঝর্ণার জলের শব্দে

সুরের সাথে সুর মেলানো আর তারই পাশে

নীল আকাশের শান্ত আতিথেয়তা

ভালোবাসা মানে মেঘলা দিনের একলা অনুভব

রবীন্দ্রনাথের দুকলি কবিতা কিংবা

গানের ভাষায় সান্ত্বনা খোঁজা,

ভালোবাসা মানে বইয়ের মলাটের ফাঁকে

ছোট্ট চিরকুটে দুলাইনের চিঠি,

জানালায় বারবার চোখ রেখে

প্রতীক্ষিত মুখের প্রতিশ্রুতি রক্ষার প্রত্যাশা

ভালোবাসা মানে দুয়োর ডিঙ্গিয়ে টানটান গুণায় টাঙ্গানো

ভেজা শাড়ির সপ্‌সপে আন্তরিকতা,

ভালোবাসা মানে শহরজীবনে বাসস্ট্যান্ডে

আবার দেখা হবার নীরব উদ্গ্রীবতা

আর হাত ঘড়িতে বার বার সময় দেখে

ধীরপায়ে পায়ে পায়ে এগিয়ে চলা 

 

ভালোবাসা মানে মন্ত্রঃপুত অগ্নিসাক্ষ্যে

ভাত কাপড়ের প্রতিশ্রুতি

জীবনের সমস্ত স্বপ্নময়তার কেন্দ্রিভূত আত্মসমর্পণ

ভালোবাসা মানে তুমি শব্দে আমি আর

আমি শব্দে তুমির বর্ণনা,

ইতিহাস, জ্যামিতি, ভূগোল কিংবা সমস্ত অঙ্কের শেষে

জেনে রাখা হাতে শুধু রয়ে যাবে রেশনের থলে

ভালোবাসা মানে শুধু হিসেব হিসেব আর নিতান্ত হিসেব,

সময়ের, জীবনের, অর্থের

এবং কিছু অনর্থক ঘটনা বিন্যাসের

 

ভালোবাসা মানে আবার জন্মদিন

স্কুল, বাস, বিকেলে ফেরার প্রতীক্ষা, রাত জেগে হোমটাস্ক,

সন্তানের সুখ ভেবে নিজের সুখের ঘাটতি

মনে মনে মেনে নেওয়া


ভালোবাসা মানে ক্রমশঃ মাপতে থাকা

সময়ের দীর্ঘ পথরেখা,

কতটা পেরুনো গেছে কতটাই বা বাকি

টা সাঁকো পেরিয়ে এসেছি  

ভালোবাসা মানে মুখোমুখি বসে থাকা

নির্ভেজাল, নিরুদ্বেগ, একান্ত আপন ভেবে হাতে হাত,

প্রত্যয়ে প্রত্যয়, চোখে চোখ, সুস্থির সময়

 

ভালোবাসা মানে ভালোবাসা খুঁজে চলা এবেলা ওবেলা,

পরন্ত বিকেলে সূর্য সেও তো আবার পশ্চিম আকাশে

সন্ধ্যার কপাল ভরে এঁকে দেয় সিঁদূর-চুপড়ির দাগ

ভাবে সে কি আর কতক্ষণ দেখতে পাবে এমন রঙিন মুখ

তমসার কালো শাড়ি আঁচলে ঢাকবে তাকে 

মুখ আড়াল হবে আমার দুচোখে

তবু আমি ভালোবেসে যাবো

ভালোবাসা মানে আমি , ভালোবাসা মানে তুমি ,

ভালোবাসা মানে সে যে আমরা সবাই  

এক মুঠো আপন পৃথিবী,

এক মুঠো ফুঁয়ে ওড়া ধুলোর নিঃশ্বাস ;

শুধু এই নিতান্ত বিশ্বাস রেখে যাবো মাটিতে

ঘূর্ণমান চাকার ছাপ চলমান জীবন প্রতীক

- নিজে থাকি কিংবা চলে যাই,

ইয়ে মানে ভালোবাসা,

ভালোবাসা মানে সে তো এক মিষ্টি স্মৃতি ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন