চৈতন্য আলোড়ন
সারারাত্রির শিশির পাতের সহনে
ঋষিগাছগুলি ধ্যানগম্ভীর
আপাতত বহিরাকাশে থিতু হলেও
ভেতর ভেতরে চৈতন্য আলোড়ন,
তুমি কী আর নিছক গৌরাঙ্গ সংসারে ফিরতে পারবে?
বিষ্ণুপ্রিয়া লাফান দড়িতে
শরীরের দোলনে দোলনে
অক্সিসকাল নামায়
গোমুখ থেকে নামায় গঙ্গা,
আমার ভেতরেও ছ'টার সাইরেন
আমার ভেতরেও পুরুলিয়া এক্সপ্রেস ছুটে যায়
আমি কী তবে সব সঞ্চয় নিয়ে
শর্বরী মাতার পাশে দাঁড়াবো?
অথবা অরিন্দম আদিত্যমের মতো
শিলা কুড়োতে কুড়োতে গোমুখের দিকে এগিয়ে যাবো?
খাটো হয়ে আসছে সময় -----
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন