মির্জার মার্জিনকাব্য ৭
বৃষ্টি ভিজে গেলে
রাত বেড়াতে আসে নদীর চৌকাঠে
আকাশ সাঁকোটি যেন
ফেলে রেখে গ্যাছে কেউ
ফড়িঙের স্বচ্ছ ডানায় বৃষ্টি ওড়ে
শেষ বেলের আগেই সংকেত আসবে
এই প্রাকৃতিক বহন করো
বহন করো আশ্বিন শ্রাবণ
নৌকো হয়তো ঘাস হয়তো মিথুনে
একফালি মেঘ
শব্দ, ঘ্রাণের আলতো লাগায়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন