আহা ফেসবুক
সুভাষিত কথার মোড়কে
সেজে উঠি বেশ
হা হা হি হি
কত রঙঢঙ
আহা ফেসবুক ওহো ফেসবুক
বন্ধু ইশারার ডাকবাক্সে
আড়মোড়া ভাঙা হাজারো উচ্ছ্বাস
অমুক তমুক
কমে আসছে দূরত্ব
সখ্য শেখানো প্রচ্ছদের আওতায়
ইচ্ছেমতন সহজ সফর
আজ বুঝে গেছি
এ শুধুই নিজের ভুলগুলো
ভুলে থাকা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন