বাঘ
নিচু বারান্দা থেকে কে ছুঁড়ে দেয় উলের বল!
প্রথাগত কিছু না।
প্রতিপ্রশ্ন হিসেবেও কিছু উঠে আসছে
না
লোকদেবতার ঘুম ভাঙছে।
বালিতে নখের আঁচড়।
অনলাইনে গান শুনতে শুনতে দেখি
চোরাবালিতে বাঘ ডুবছে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন