শনিবার, ১ জানুয়ারী, ২০২২

অমিত কাশ‍্যপ-এর কবিতা

একলা 

আজকাল মাঝে মাঝে নাম ভুল হয় 

কাকে কি বলে যে ডাকি

ওই মুখে যা আসে, বলে বসি

কেঊ আর রাগ করে না 

 

এমন একটা বয়সে এসে দাঁড়িয়েছি

দেখলেই জেঠু বলে রাস্তা পার করে দেয়

এটাই চরম প্রাপ্তি বলে ফুটপাত ধরি

ফুটপাতের বাচ্চারা খেলে, দাদু বলে সরে

 

নরম মাথায় হাত দিয়ে আশীর্বাদ আর কি

আপন মনে বাড়ির পথে পৌঁছে দেখি

উৎকণ্ঠায় সবাই, হইহই করে বলে ওঠে 

একলা কেন বেরয়, আমরা কেমন চিন্তায় থাকি

 

মনে মনে বলি, একলা কোথায় 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন