রাতের রজনীগন্ধা
তোমার যেখানে দাঁড়িয়ে থাকার কথা ছিল
সেখানে কি এখনো আছো ?
রাতের রজনীগন্ধা,কেন তবে এমন বিষাদ ঝরিয়ে বাঁচো
গন্ধ নিয়ে নাকে, দ্যুতি নিয়ে চোখে
গলতে গলতে হৃদপিণ্ড,আমিও হারিয়ে যায়
বাতাসে নিয়ত বুকজ্বলা বারুদের গন্ধ পাই
খড়খড়ি দিয়ে চোখ মেলে দেখি,বাইরে শত শত
রক্তাক্ত, পায়রার শব
ওদের মেরে ফেলার পেছনে,কার কোথায় কী ছিল মতলব
অতশত জানিনা,অতশত বুঝিনা
নৈঃশব্দ্যের গারদে শুধু টের পাই,আমার মতো তুমিও হারিয়ে গেছো
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন