কিছু কিছু পাহাড় উঠে আসে ঘরের খাঁজে
কিছু কিছু নদী উঠোন পেরিয়ে মাঠে ছড়ায়
কিছু কিছু শব্দ রয়ে সয়ে আসে যায় খেলায়
আর নয় আর নয় বলে বলে কথা ফেরে পিঠে
মনে হয় সাগরের ঢেউ হাওয়ায় নাচন দেখায়
কথারা অদৃশ্য বন্ধনে অদ্ভুত বিন্যাসে মেতেছে
এতটা শক্তি ভর করে থাকে কথাআবহে বুঝিনি
শব্দপ্রবাহ পাহাড়ে ওঠে নদীর স্রোতে ভেসে যায়
আর নির্বাক পড়ে থাকে চপল রাতের শেষ প্রহর
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন