শনিবার, ১ জানুয়ারী, ২০২২

নূর মহম্মদ-এর কবিতা

আলোহীন

এক সমুদ্র অন্ধকারের দিকে চলে যাচ্ছি

ভবিষ্যৎহীন প্রজন্ম এখন দিশাহীন উদভ্রান্ত

কেন এত অবর্ণনীয় অন্ধকার চারিদিকে

দায়িত্বহীন মানুষের হাতেই পড়েছে দায়িত্ব

কি করে স্বর্ণযুগ দেখব সর্বশ্রেষ্ঠ অপূর্ব

ভ্রষ্টামি ভন্ডামির খেলায় তুখোড় কৌশলী

যতসব নষ্টজন করছে পরিচালনা সর্বত্র

কঠিন দুঃসহ ভাবনায় নিরাশায় নতুনেরা

আলোহীন ভবিষ্যত দেখে তারা হতোদ্যোম

কার কাছে যাবে তারা কে দেবে আলো

কেবলই মিথ্যা প্রতিশ্রুতির কথা দক্ষ বাজিকরের

অপদার্থ দিয়ে হয় না মানবকল্যাণ কর্ম

হায় ধ্বংস হয়ে যায় নবপ্রজন্মের জীবন অফুরন্ত।।।


 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন