এলার্ম-শাসন
এখন আমরা কাঁচামালে পরিণত হচ্ছি,
কলে-কারখানায় শুধু নয়, কর্পোরেট
অফিসেও! ঘড়ির এলার্মে ঘুম থেকে উঠি,
ঘড়ির এলার্ম শুনে কাজের স্থল থেকে বের
হই, এরমধ্যে কোনো ফাঁকফুকর নেই!
দাঁত মাজি সময় ধরে, বাস ও ট্রেন ধরি
ঘড়ির কাঁটায়, হাঁটিও সময় ধরে, আমরাও
পণ্য ও কাঁচামাল, পুঁজির মেশিনে!
আমাদের প্রত্যেকের পিঠে পিঠে সংযুক্ত
হয়েছে ঘড়ি, আমরা এখন ঘড়িশাসিত,
যাকে বলে এলার্ম-শাসন!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন