১
বিরজু আসলে একটা নীল খাতা । পছন্দ করে না কোনো মলাট। সমস্ত প্রস্তাব নাকচ করে দিয়ে গ্যালারি জুড়ে টাঙিয়ে রেখেছিল ইচ্ছে মাফিক বস্ত্র সঙ্কুলান। আমার ইচ্ছে ছিল একটা ঝর্ণা অথবা ঝোরা। যেভাবে সেলুলয়েড জুড়ে আভিজাত্যের নীল , চক্রাকারে শেষ বিকেলের মন্থন আর শরীর পেঁচিয়ে বেয়ে ওঠা ভাস্কর্যের মতো অন্তত কিছুক্ষণ।এই স্থায়িত্ব বিষয়ে কেউ কিছু জানে না।আগ্নেয় লাভায় একটা একটা করে আমার পারিজাত।কী নিঃসীম তার অতল ! চুম্বন ছুঁয়ে তার বুকেই অধঃপাত।
২
পিঠের উপর তার অঙ্কনশৈলী। আধো ঘুমে আয়েস সর্বস্ব সমর্পণ। অথচ বিপরীতমুখী এই আয়োজন একটা চার্জার খুঁজছিল। ফুরসত আর পায়রা ঘরের রকম সকম এক বিদ্যুতেই সেই দূর্ঘটনা।ফাইল দিয়ে আমার নখগুলো ঘষে দিতে দিতে বাতলে দিয়েছিল প্রতি আক্রমনের সহজ পন্থা। অসম সময় দীর্ঘায়িত হলে কোম্পানির ঠেকে বসে থাকতে থাকতে একটা সন্ধ্যা হয়ে ওঠে শচীন কত্তার গান ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন